বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪ ০০:০০ টা

হেরাক্লেয়ন অ্যান্ড ক্যানোপাস

হেরাক্লেয়ন অ্যান্ড ক্যানোপাস

আবু কায়ের বে, ইজিপ্ট। উপরের শান্ত সমুদ্র। মৃদুমন্দ বাতাসে নিশ্চল পরিবেশ। কোনোভাবেই বোঝার উপায় নেই এই সমুদ্রের নিচেই দিব্যি বিছিয়ে আছে বিশাল এক সভ্যতার অবাক নিদর্শনসমূহ। প্রাচীন ইজিপ্টে প্রবেশদ্বারের মতো দুটি যমজ শহর নামে পরিচিত হেরাক্লেয়ন ও ক্যানোপাস। ইতিহাসের বিখ্যাত যুদ্ধনগরী ট্রয়ে পৌঁছাতেও কিং স্পার্টার ম্যানেলাস হোমটাউন বলে খ্যাতি ছিল এটির। এখানে প্রায় ১০ বছর সময়কালে নির্মিত শহুরে নানা আয়োজন আজও বিস্ময় জাগায়। ইতিহাসবিদ ও গবেষকরা দাবি করেন, ১২০০ বছর আগে এখানে ভয়াবহ বন্যা হয়েছিল। তাতেই তছনছ হয়ে যায় এই সাজানো-গোছানো দুটি শহর। ১৯৯৯ সালের আগে এই দুটি শহর নিয়ে বিস্তর গবেষণা করেন ইতিহাসবিদরা। অবশেষে যখন এটির খোঁজ মিলে তখন গণিতের মতোই নানা রহস্যভেদ হতে শুরু করে। প্রাচীন সভ্যতার নানা রোমাঞ্চকর উপাদান মিলেছে এখান থেকে। এক সময় এই নগরী দুটির বর্ণনাকে রোমান মিথলজির নেহায়েত গল্পের শহর মনে করা হলেও সে ভুল ভাঙে সবার। বন্যায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আগে এই শহরেও দালান, বাড়ি, মন্দির ও উন্নত রাস্তাঘাট ছিল। এসবই খুঁজে পাওয়া যায় সমুদ্রতলের ৭ ফুট নিচে।

 

 

সর্বশেষ খবর