বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২০ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয় ইয়াসিন শেখ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই মারা যায় ১৭ বছরের ইয়াসিন। তার দরিদ্র পরিবারের পক্ষে হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব ছিল না। এমনকি মৃত্যুর পর দাফনের জন্য লাশ গ্রামের বাড়িতে নিতে অ্যাম্বুলেন্স ব্যয়ও মেটাতে হয়েছে ধারকর্জ করে। ইয়াসিন শেখের বাড়ি খুলনার রূপসা উপজেলার রহিমনগর গ্রামে। তিন বোন, এক ভাইয়ের সংসারে ইয়াসিন সবার ছোট। তার বাবা মারা গেছেন ১৫ বছর আগে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে মা মনজিলা বেগম হতবিহ্বল হয়ে পড়েছেন। কীভাবে সংসার চলবে জানেন না তিনি। নিহত ইয়াসিনের রূপসা রহিমনগরের বাড়িতে গিয়ে দেখা যায়, জীর্ণশীর্ণ কুড়ে ঘরে তাদের বসবাস। মা মনজিলা বেগম ঢাকায় পরের বাড়িতে কাজ করেন। মনজিলা বেগম বলেন, অনেক চেষ্টা করে ছেলেরে মানুষ করেছি। আমি পরের বাড়িতে কাজ করছি। এখন আমার ছেলেটা আর নেই। এখন কী নিয়ে বেঁচে থাকব। দিনরাত কত কষ্ট করত। তার আয়ের টাকায় আমাদের ঘরবাড়া, সংসার চলত। এখন কীভাবে চলবে আমাদের। মনজিলা বেগম বলেন, ‘ছেলে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাকে নিয়ে হাসপাতালে যাব এমন টাকাও ছিল না। গুলি লাগার পর কয়েকটা ছেলে যাত্রাবাড়ী মাতুয়াইলে ভাড়া বাসায় এসে ঘটনা জানায়। সংঘর্ষের মধ্যে ওইখানে কেউ যেতেও চাচ্ছিল না। পরে একজন রিকশাচালক অনেক অনুরোধের পর ইয়াসিনের কাছে নিয়ে যায়। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করি। টাকা নাই, কারে বলব, কী করব বুঝে উঠতে পারি নাই। পাঁচ দিন পর ইয়াসিন মারা যায়। লাশ গ্রামের বাড়িতে আনতেও অনেক কষ্ট করতে হইছে।’ তিনি বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না। সে কোনো দল করত না। কাজ করত, যা আয় হতো তাই দিয়ে সংসার চলত। আমাকে কাজ করে খাওয়ানোর মতো এখন কেউ আর নাই।’ ইয়াসিনের নানি মোমেনা বেগম জানান, ইয়াসিন ছোটবেলায় আমাদের কাছেই থাকত। অভাবের সংসারে লেখাপড়া করতে পারেনি। ওর মা ঢাকায় পরের বাড়িতে কাজ করে। ইয়াসিন মারা যাওয়ার পর লাশ নিয়ে গ্রামে আসবে সেই সাধ্যও ছিল না। আমরাই ধারকর্জ চাঁদা তুলে টাকা পাঠাই।
শিরোনাম
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
- আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- ওয়াসার ১৯ পদে তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
- বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
- বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম
- শুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
- ডর্টমুন্ডের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়
- ‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা
প্রকাশ:
০০:০০, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
আপডেট:
আমার ছেলেটা আর নাই, এখন কী নিয়ে বেঁচে থাকব
ইয়াসিনের লাশ গ্রামের বাড়িতে নিতে অ্যাম্বুলেন্স ব্যয়ও মেটাতে হয়েছে ধারকর্জ করে
নিজস্ব প্রতিবেদক, খুলনা