রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

পাঁচ জাদুঘরে সরকারি চাকরি

চাকরির খোঁজ ডেস্ক

পাঁচ জাদুঘরে সরকারি চাকরি

বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ এর অধীনে আহসান মঞ্জিল জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও ওসমানী জাদুঘরে ৩৫টি পদে ১০৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা

বিভাগের নাম : জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও ওসমানী জাদুঘর।

পদের বিবরণ : বাংলাদেশ জাতীয় জাদুঘরের রাজস্ব খাতে স্থায়ী পদে হিসাবরক্ষণ কর্মকর্তা ১টি, ঊর্ধ্বতন ফটোগ্রাফার ১টি, প্রকাশনা অফিসার ১টি, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১টি, সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার ১টি, রেপ্লিকা ম্যানুফ্যাকচারার ১টি, প্রদর্শক প্রভাষক ২টি, রেজিস্ট্রেশন সহকারী ১টি, সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি, হিসাব সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১টি, ইলেকট্রিশিয়ান ১টি, পাম্প মিস্ত্রি/অপারেটর ১টি, প্লাম্বার ১টি, লিফট অপারেটর ১টি, মেইন অডিটরিয়াম অ্যাটেনডেন্ট ১টি, চিলড্রেন অডিটরিয়াম অ্যাটেনডেন্ট ১টি, অফিস সহায়ক ১৪টি, নিরাপত্তা প্রহরী ৪৩টি, মালি ৪টি,

পরিচ্ছন্নতাকর্মী ৩টি, আহসান মঞ্জিল জাদুঘরের কিপার (অস্থায়ী) ১টি, হিসাবরক্ষক (অস্থায়ী) ১টি, অভ্যর্থনাকারী (অস্থায়ী) ১টি, অফিস সহকারী

কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী) ১টি, অফিস সহায়ক ১টি, নিরাপত্তা প্রহরী ৫টি, মালি ২টি, জিয়া স্মৃতি জাদুঘরের লাইব্রেরি অ্যাটেনডেন্ট ১টি,

অফিস সহায়ক ১টি, নিরাপত্তা প্রহরী ২টি, পরিচ্ছন্নতা কর্মী ২টি, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার নিরাপত্তা প্রহরী ১টি, পরিচ্ছন্নতা কর্মী ১টি, ওসমানী জাদুঘরের অফিস সহায়ক/প্রহরী ৩টিসহ মোট ১০৫টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

চাকরির ধরন : স্থায়ী/অস্থায়ী।

প্রার্থীর ধরন : নারী-পুরুষ।

বয়স : ৯ জুন ২০২২ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদনের নিয়ম : আগ্রহীরা https://www.bnm.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ২২৪ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু : ১৪ জুন ২০২২ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

 

১৪ জুন ২০২২ তারিখ সকাল ১০টা থেকে আবেদন শুরু করতে পারবেন

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.bangladeshmuseum.gov.bd এর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখা যাবে।

 

আবেদনের শেষ সময়

১৩ জুলাই ২০২২ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সর্বশেষ খবর