সাবেক শিল্পমন্ত্রী ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি প্রতিষ্ঠার পর থেকেই শীর্ষস্থান ধরে রেখেছে। মানুষের দুঃখ-দুর্দশার কথা বলায় পত্রিকাটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামী দিনেও পত্রিকাটি দেশের পক্ষে কথা বলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় এমপি আমু বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরআগে শুক্রবার দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সাংবাদিক সমিতির কার্যালয়ে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশ প্রতিদিনের ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ উদ্দীন আহম্মেদ সালেক, সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন রিজভী, যুবলীগ নেতা রেজাউল করিম জাকির, হাবিবুর রহমান হাবিল, পিনু আক্তার নদী, প্রেসক্লাস সভাপতি কাজী খলিলুর রহমান, সহ-সভাপতি শ্যামল সরকার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দীন হিমু, সহ-সভাপতি তালুকদার আল আমিন, সাধারণ সম্পাদক দুলাল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, কোষাধ্যক্ষ কে এম সবুজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক অলক সাহা।
বাংলাদেশ প্রতিদিন দশম বর্ষে পদার্পণ করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির।
অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন