নারায়ণগঞ্জে সেভেন মার্ডারের ঘটনায় এক নারীসহ ৩ জনকে নরসিংদী থেকে আটক আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দীন তার কার্যালয়ে আটকের বিষয়টি সাংবাদিকদের জানান।
আটককৃতরা হলেন- মিন্টু, মাসুমা ও টিপু। তদন্তের স্বার্থে এদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
তদন্তের স্বার্থে যথাযথ তথ্যের ভিত্তিতে যে কাউকে আটক করা হতে পারে বলেও জানান মহিদ উদ্দীন।
এর আগে এ হত্যা মামলায় প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেনের বাড়ি থেকে ১৬ জনকে আটক করে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।