চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মরহুম মৌলানা সোলতান হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ সামগ্রী বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘের লোহাগাড়া উপজেলার সভাপতি নাহিয়ান চৌধুরী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমীন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আ স ম মনির উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আবু হেনা মোস্তফা কামাল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ মঈনউদ্দীন।
লোহাগাড়া বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সদস্য ইন্জিনিয়ার জিল্লু রহমান বলেন, কয়েক বছর থেকে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করে আসছি। ভবিষ্যতেও এ কাজ চলমান থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আমীন বলেন, শিক্ষার্থীদের মাঝে আসতে পেরে আমি আবেগাপ্লুত। তোমরা হচ্ছো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। ভালোভাবে লেখাপড়া করে দেশকে এগিয়ে নিতে হবে। তোমাদের মাঝে ভবিষ্যতে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার ও কেউ সরকারি বড় অফিসার হবে। তাই নিজেকে ভালো একজন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আ স ম মনির উদ্দিন বলেন, বসুন্ধরা শুভসংঘের এ কার্যক্রমকে স্বাগত জানাই। তারা ছোট ছোট শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে শিক্ষাসামগ্রী নিয়ে। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।
বিডি প্রতিদিন/ইই