বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা আত্মহত্যাকে না বলি, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা নয়, বাঁচতে চাই’ এই স্লোগানকে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা গৈলা ইউনিয়নের রামেরবাজারে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখা।
আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের রামেরবাজার টলঘরে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহ আলম রাঢ়ী।
আলোচনা সভা শেষে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, বরিশালে দিনে দিনে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। চলতি বছরে বরিশাল জেলার আগৈলঝাড়ায় আত্মহত্যার ঘটনা বেশি। এসব আত্মহত্যার পেছনে ডিপ্রেশন, প্রেম সম্পর্কিত জটিলতা, পারিবারিক কলহ, অভাব-অনটন, দীর্ঘস্থায়ী রোগে ভোগা, আত্মহত্যায় প্ররোচনা, যৌন নির্যাতন, মা-বাবার ওপর অভিমান, পরীক্ষায় খারাপ রেজাল্টসহ বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে নারী ও অল্পবয়সী টিনএজারদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি রয়েছে। এরা আত্মহত্যার ঘটনা ঘটিয়ে থাকেন।
ইঞ্জিনিয়ার আ.রহিম বলেছেন, আত্মহত্যা এবং আত্মহনন হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়া বিশেষ। যখন কেউ আত্মহত্যা করেন, তখন মানুষ এ প্রক্রিয়াকে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। ডাক্তার বা চিকিৎসকগণ আত্মহত্যার চেষ্টা করাকে মানসিক অবসাদজনিত গুরুতর উপসর্গ হিসেবে বিবেচনা করে থাকেন। অনেক ধর্মেই আত্মহত্যাকে পাপ হিসেবে বিবেচনা করা হয়। যিনি নিজেই নিজের জীবন প্রাণ বিনাশ করেন, তিনি আত্মঘাতক, আত্মঘাতী বা আত্মঘাতিকা, আত্মঘাতিনীরূপে সমাজে পরিচিত হন।
নিলীমা কর বলেন, আত্মত্যার কুফল সম্পর্কে গ্রামের মানুষকে আমাদের প্রচারে মাধ্যামে সচেতন করতে হবে। আত্মহত্যা করা পাপ। আমরা আত্নহত্যা না করে নিজের পায়ে দাড়ানোর জন্য সংগ্রাম করতে হবে।
তিনি আরো বলেন, সৃষ্টিকর্তা আমাদের এতো সুন্দর পৃথিবীতে পাঠিয়েছে। আমি মরে গেলে পৃথিবীকে কে দেখবে । তাই আমাদের বাঁচতে হবে বেঁচে থেকে লড়াই করতে হবে। আত্মহত্যা করা যাবে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো.মাহাবুবুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.সাইফুল মৃধা, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি, বসুন্ধরা শুভসংঘর আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি আয়কর আইনজীবী সমীরন রায়, বসুন্ধরা শুভসংঘ, আগৈলঝাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, সদস্য নিলীমা কর, আমির হামজা, শান্তা হালদার ও জিলিয়ান বিশ্বাস প্রমুখ।