২৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:৩৬

গ্রন্থমেলায় কাতার প্রবাসী সামস রবির 'শুনে যাও নীলা'

কাতার প্রতিনিধি:

গ্রন্থমেলায় কাতার প্রবাসী সামস রবির 'শুনে যাও নীলা'

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো কাতার প্রবাসী তরুণ কবি সামস রবির দ্বিতীয় একক কবিতার বই 'শুনে যাও নীলা'। এই উপলক্ষে বুধবার নাজমার স্থানীয় দাওয়াত রেস্তোরাঁয় উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বইটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক।

প্রধান বক্তা ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ারুল হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাতারস্থ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু শামা ও শিক্ষক তাফসির উদ্দিন। আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, কাতার ক্রিকেট অসোসিয়েশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান খান,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
রাজ রাজিব, জাসদের সাধারণ সম্পাদক তৌফিক-ই-চৌধুরী, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন রনি,যুবলীগ নেতা প্রকৌশলী তানিম।

আরো উপস্থিত ছিলেন নূরে আলম জাহাঙ্গীর, মোশারফ হোসেন জনি, শেখ ফারুক,সিএম হাসান,শফিকুল ইসলাম তালুকদার প্রমূখ।

উল্লেখ্য, কবি সামস রবির বইটি পাওয়া যাচ্ছে পহেলা ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলায় প্রতিভা প্রকাশের স্টল ১৫৫ ও ১৫৬ -তে এবং পাওয়া যাবে চট্টগ্রামে অমর একুশে গ্রন্থমেলায় প্রতিভা প্রকাশের স্টল ৬১ -তে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর