শিরোনাম
১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:২৫

বইমেলায় খুর্শিদ রাজীবের 'জীবন্ত ফসিল'

রাবি প্রতিনিধি

বইমেলায় খুর্শিদ রাজীবের 'জীবন্ত ফসিল'

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি খুর্শিদ রাজীবের কবিতার বই 'জীবন্ত ফসিল'। প্রকাশ করেছে পূর্বা প্রকাশনী। বইটির প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে মাস্টার্সে অধ্যয়নরত খুর্শিদ রাজীবের প্রথম কাব্যগ্রন্থ এটি। বইটিতে মোট ৪০টি কবিতা রয়েছে।  

খুর্শিদ রাজীব জানান, কবিতা যদি হয় কবির দেখাশোনার পৃথিবীটাকে অক্ষরমালায় উপস্থাপন, তবে জীবন্ত ফসিলও কতকটা আমার চেনা পৃথিবীকে যেভাবে দেখেছি, অনুভব করেছি সে সবেরই প্রতিচ্ছবি মাত্র। অবশ্য এসব প্রলাপ কতোটা কবিতা হয়ে উঠেছে তা পাঠকই বলতে পারবেন ভালো। আমি অবশ্য এই এলোমেলো অক্ষরগুচ্ছকে প্রলাপ বলতেই পছন্দ করি তীব্র জ্বরের সময় অর্ধচেতন মগজের প্রলাপের মতো।

'জীবন্ত ফসিল' পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার পূর্বা প্রকাশনীর ৩৯০নং স্টলে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর