নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাসুদা বেগম (৪২) নামে এক নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে স্থানীয় জসিম উদ্দিন ও তার সহযোগীরা। এ ঘটনায় আহতের দেবর দ্বীন ইসলাম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর গ্রামের বাসিন্দা কালু মিয়ার ছেলে দ্বীন ইসলাম ও তার পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছিলেন একই গ্রামের সামসুল হকের ছেলে জসিম উদ্দিন ওরফে জসু। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ রবিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের রাস্তায় দ্বীন ইসলামকে আটকিয়ে মারধর করে জসু ও তার সঙ্গীরা।
দ্বীন ইসলামের চিৎকারে তার স্ত্রী জিয়াসমিন ও ভাবি মাসুদা বেগম এগিয়ে এলে তাদেরও হামলার শিকার হতে হয়। জসিম, তার চাচা জহিরুল ওরফে জবুল্লা ও আরও ৭-৮ জন মিলে তাদের বেধড়ক মারধর করে। একপর্যায়ে জসিমের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মাসুদার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাসুদা বেগমকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ