বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ প্রতিটি পরিবারের ১ জন করে সরকারি চাকরি দেওয়া হবে।
শুক্রবার সকালে নরসিংদীতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ তাহমিদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই যুগ্ম-মহাসচিব বলেন, জুলাই-২৪ আন্দোলনের মাস্টারমাইন্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশেই এই দেশের ছাত্র-জনতা সহ সর্বস্তরের লোক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং সব সময় খোঁজ-খবর নিচ্ছি।
তিনি আরও বলেন, একটি চক্র বিএনপির অর্জন নষ্ট করার জন্য ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় একটি হত্যাকাণ্ডকে ঘিরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে জুলাই-২৪ শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।
কবর জিয়ারত শেষে নরসিংদী এন কে এম স্কুল অ্যান্ড হোমস-এর নবম শ্রেণির ছাত্র তাহমিদের স্মরণসভায় যোগ দেন খায়রুল কবির খোকন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহী, এন কে এম স্কুল অ্যান্ড হোমস-এর চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট বাদেদ, সাবেক ছাত্রনেতা ভিপি জলিল, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, যুবদল নেতা আব্দুর রউফ ফকির রনি, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জুলাই-২৪ আন্দোলন চলাকালে নরসিংদীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রায় ২০ জন শহীদ হন।
বিডিপ্রতিদিন/কবিরুল