এই গ্রীষ্মকালীন দলবদলে পছন্দের খেলোয়াড়দের দলে টানতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে বার্সেলোনাকে। এ কারণে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিক্রির জন্য প্রস্তুত রেখেছে কাতালানরা। রোনাল্ড আরাউহো, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও আনসু ফাতির মতো খেলোয়াড়দের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এই তালিকায় যুক্ত হতে পারেন তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজও।
ফার্মিনের জন্য এই মৌসুমটি তুলনামূলকভাবে কঠিন কেটেছে। কোচ হান্সি ফ্লিকের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পেতে লড়াই করে চলেছেন তিনি। তবে, এর মধ্যেও ৪২ ম্যাচে মাঠে নেমে ৬ গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন ফার্মিন।
ফর্মে থাকা সত্ত্বেও গ্রীষ্মকালীন দলবদলের সময় অর্থ সংগ্রহের জন্য তাকে বিক্রি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমন খবরও প্রকাশিত হয়েছে যে, এই বিষয়ে নমনীয় মনোভাব পোষণ করছে বার্সেলোনা। রেলেভোর এক প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরবের ক্লাবগুলো এই স্প্যানিশ মিডফিল্ডারের দিকে নজর রাখছে এবং তাকে দলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবের ক্লাবগুলো ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে বছরে ৮ মিলিয়ন বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত। তারা ফার্মিনকে দলে নেওয়ার নীতি অনুসরণ করছে।
রেলেভো আরও জানিয়েছে, বার্সেলোনা ফার্মিনকে ছাড়তে রাজি হতে পারে। তবে সেক্ষেত্রে কেবল ৬০ মিলিয়নের বেশি প্রস্তাব পেলেই প্রতিভাবান এই তরুণ ফুটবলারকে ছেড়ে দেবে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, শুধু সৌদি আরবই নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও ফার্মিনের প্রতি আগ্রহ দেখিয়ে আসছে।
এদিকে, ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার ওপরও সৌদি প্রো লিগের ক্লাবগুলোর নজর রয়েছে। তবে, এই মৌসুমে বার্সার জার্সিতে রীতিমতো উড়ছেন রাফিনহা। তার সঙ্গে বার্সেলোনায় নতুন চুক্তি করার সম্ভাবনা থাকায় এই দলবদলের সম্ভাবনা নেই বললেই চলে।
মোটকথা, আর্থিক ভারসাম্য বজায় রাখতে এবং নতুন খেলোয়াড়দের জন্য তহবিল যোগাতে বার্সেলোনা ফার্মিনকে বিক্রি করার কথা বিবেচনা করছে। সৌদি আরবের লোভনীয় প্রস্তাব তাদের এই সিদ্ধান্তে প্রভাবিত করতে পারে। তবে, ৬০ মিলিয়নের নিচে কোনো প্রস্তাব তারা গ্রহণ করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। একইসঙ্গে, প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আগ্রহও এই পরিস্থিতির মোড় ঘোরাতে পারে।
বিডি প্রতিদিন/কেএ