২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৫৮

মেলায় শেখ মেহেদী হাসানের প্রবন্ধগ্রন্থ ‘কীর্তিমানের কথা’

অনলাইন ডেস্ক

মেলায় শেখ মেহেদী হাসানের প্রবন্ধগ্রন্থ ‘কীর্তিমানের কথা’

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গবেষক, সাংবাদিক শেখ মেহেদী হাসানের নতুন প্রবন্ধগ্রন্থ ‘কীর্তিমানের কথা’। বইটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশনী। বইটির প্রচ্ছদে ব্যবহার করা হয়েছে খ্যাতিমান শিল্পী কাইয়ুম চৌধুরীর শিল্পকর্ম। ১৭৫ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৩০০ টাকা।

বই সম্পর্কে শেখ মেহেদী হাসান জানিয়েছেন, ‌বইটিতে ৩০টি প্রবন্ধ আছে। নোবেলজয়ী বিদেশি এবং বাংলা ভাষার একাধিক খ্যাতিমান সাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্রকার, নৃত্যশিল্পী, মুক্তিসংগ্রামীর যাপিত জীবন, সাহিত্য ও সংস্কৃতি ভাবনার বিশ্লেষণ করা হয়েছে এ বইয়ে। তারা নম্র নির্মোহ সেবা দিয়ে আলোকিত করেছে আমাদের সমাজ। তাদের সমাজ ভাবনার চিত্রও ফুটে উঠেছে বর্তমান বইতে।  
বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় আলোঘর প্রকাশনীর ৪২০ ও ৪২১ নম্বর স্টলে।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর