রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সোহেল রানাকে সভাপতি ও আব্দুল ওয়াদুদ খান শুভকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত চার সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এক বছরের জন্য ওই কমিটিতে সভাপতি-সম্পাদক ছাড়াও জাকারিয়া ইমতিয়াজ শুভ ও রাশেদুল ইসলাম রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গত ১৩ এপ্রিল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর এক সপ্তাহের মাথায় এ শাখার কমিটি অনুমোদন করলো কেন্দ্রীয় ছাত্রলীগ। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগকে কৃতজ্ঞতা জানিয়েন আব্দুল ওয়াদুদ খান শুভ। মাদকমুক্ত সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার