চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ২৫ জন শিক্ষার্থী রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন।
বৃহস্পতিবার চবি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বলেন, চবির ২৫ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করবে। আগামী ১৭ মে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।