রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জুকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য করায় বুধবার দুপুর দেড়টায় এ কর্মসূচি পালন করা হয়।
এসময় রাঞ্জু ছাড়াও রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সৈকত হোসেন, কাজী লিংকন, যুগ্ন সাধারণ সম্পাদক সরকার ডন, সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফারুক হাসানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল