সাংবাদিক সুরক্ষার প্রতিশ্রুতি আর সাংবাদিক নির্যাতনের বিচার দাবির মধ্যে দিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
দিবসটি উপলক্ষে বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, শাবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নয়ন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মনসুর, কার্যনির্বাহী সদস্য ফয়জুল্লাহ ওয়াসিফ, সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান, সাইফ সায়েম, শিক্ষার্থী আনিস মোল্লাসহ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণেরও প্রতিবাদ করা উচিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের নিরাপত্তা জোরদারই হোক এ দিবসের প্রতিপাদ্য। এ সময় বক্তারা শাবি ক্যাম্পাসসহ দেশে বিভিন্ন সময় প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের বিচার ও সাংবাদিক সুরক্ষার দাবি জানান।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব