বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন, বিনামূল্যে স্মাতক পাশ করার ব্যবস্থা করেছেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মেধাবীদের সংগঠন। অছাত্র-অস্ত্রবাজ, মাদকাসক্তদের স্থান ছাত্রলীগে নেই।
বুধবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১ম বার্ষিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
জ্ঞান অর্জনে পড়াশোনার কোন বিকল্প নেই উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, জাতির পিতার নিজ হাতে গড়া এ ছাত্রসংগঠনটি ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। মেধাবী ও সাহসী শিক্ষার্থীরাই ছাত্রলীগ করে। তাই ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এ সংগঠনের নেতা-কর্মীদের আরও বেশি করে জ্ঞান অর্জন করতে হবে। এসময় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বইটি প্রত্যেককে পড়ার আহ্বানও জানান তিনি।
সোহাগ বলেন, মেধাবী ও সাহসী শিক্ষার্থীরাই ছাত্রলীগ করে। আমরা যারা জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ করতে পারিনি, তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশ নিবো। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় পেতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জনগণের কাছে তুলে ধরতে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপেল মাহমুদের সঞ্চালণায় সম্মেলণে বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দীন সিরাজ। বিশেষ বক্তা ছিলেন ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম জনি।
এস এম জাকির হোসাইন বলেন, নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। সম্মেলনের মাধ্যমে যারা নতুন নেতৃত্বে আসবে তারা এই ময়মনসিংহকে একটি নিরক্ষরমুক্ত জেলা হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দিবেন। এছাড়াও ব্যানার ফেস্টুনে নিজেদের প্রচার না করে সরকারের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সকল অপশক্তির বিরুদ্ধে লড়বে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ নেতারা জীবন দিয়েছে। আগামীতেও অশুভ শক্তির বিরুদ্ধে স্বাধীনতা পক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করতে ছাত্রলীগ যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এর আগে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/মাহবুব