মহান মে দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে লিপু চত্বরে আয়োজিত প্রদর্শনীতে বিভাগের বিভিন্ন বর্ষের ১১ জন শিক্ষার্থীর ২১টি আলোকচিত্র প্রদর্শিত হয়।
আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আহসান হাবীব রাভি, রাফী ফয়েজ, তৃতীয় বর্ষের শারমিন আক্তার পুষ্প, নিঝুম সরকার তিথি, মইনুল ইসলাম এবং দ্বিতীয় বর্ষের পিয়াল রহমান, অন্তর রায় প্রণব ও রাব্বিউল ইসলাম রাতুলের শ্রমজীবী মানুষদের নিয়ে তোলা এ আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৭/এনায়েত করিম