রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাবি শিক্ষক সমিতির নতুন কমিটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে এ পুষ্পস্তবক অর্পণ করে তারা। পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন রাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি আইবিএসের পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকার। কোষাধ্যক্ষ পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গনি ও যুগ্ম সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক শাহ, সদস্য ড. লুৎফর রহমান, আশরাফুল ইসলাম রাজিব, নূরে আলম সিদ্দিকী, রফিকুল ইসলাম রয়েল, আবুল বাশার মোহাম্মাদ সরোয়ার আলম, ড. মো খাইরুল ইসলাম, মমতাজ পারভীন মাধবী, সনজীব কুমার সাহা, জাহিদুল ইসলাম, মোসা. জেসমীন সুলতানা।
গতকাল বুধবার সন্ধ্যায় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় সদ্য বিদায়ী সভাপতি মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনুসহ গত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।
বিডি প্রতিদিন/৪ মে, ২০১৭/ফারজানা