রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল অ্যান্ড কলেজের পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর পরিমাণ। প্রতিষ্ঠানটির এবারে পাসের হার ৯৮.৮৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১৮০ জন। যার মধ্যে ফেল করেছে দুইজন পরীক্ষার্থী।
গত বছর রাবি স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ছিল ৯৭.৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৮৮ জন।
এবারে বিজ্ঞান শাখা থেকে অংশ নেয়া ৯৯ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। বাণিজ্য শাখা থেকে ৪৭ জনের মধ্যে তিনজন। মানবিক শাখা থেকে ৩৪ জনের মধ্যে একজন। আর ফেল করেছে দুইজন।
রাবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলী আহসান জানান, অসুস্থ থাকার কারণে দুই পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাই তারা ফেল করেছে।
বিডি প্রতিদিনি/ ০৪ মে ২০১৭/আরাফাত