চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এই ঘটনা ঘটে।
সিক্সটি নাইন গ্রুপ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর ও সিএফসি গ্রুপ সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে কথা কাটাকাটির জের ধরে সাধারণ সম্পাদক অনুসারী মাসুম বিল্লাহ নামে একজনকে মারধর করে সভাপতি অনুসারীরা। এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ সম্পাদক অনুসারীরা জড়ো হয়ে সভাপতি অনুসারীদের ধাওয়া দিলে তারা শাহজালাল হলে এসে অবস্থান নেয়।
পরে সাধারণ সম্পাদক অনুসারীরা শাহ আমানত হলে ও সভাপতি অনুসারীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের হাতে রামদাসহ দেশিয় অস্ত্র দেখা গেছে। বর্তমানে ওই দুই হলের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত