বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্টদূত মি. জুহান ফ্রীসেল আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন।
এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সেসের উপাচার্য অধ্যাপক ড. লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল আজিজ, রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নীলুফার নাহার, একই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব এবং সুইডেন দূতাবাসের কমিউনিকেশন কর্মকর্তা মিজ পরমা কনা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিরাজমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন। এছাড়া, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক দল বিনিময়ের সম্ভাব্যতা নিয়েও মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৭/এনায়েত করিম