হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিদেশি শিক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে। শনিবার হাবিপ্রবি’র পরিসংখ্যান বিভাগের ডিজিটাল ল্যাবরেটরিতে “স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিস ট্রেনিং প্রোগ্রাম” শীর্ষক ৯ম ব্যাচের বিদেশি শিক্ষার্থীদের জন্য এ প্রশিক্ষণ শুরু হয়।
বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ উপ-প্রকল্প (সিপি-৩৩১৯) এর অধীনে বিভিন্ন বিভাগের ৩০ (ত্রিশ) জন বিদেশি শিক্ষার্থীকের (এম এস ও পি.এইচ.ডি) গবেষণার দক্ষতা বৃদ্ধির লক্ষে স্ট্যাটিসটিক্যাল ডাটা অ্যানালাইসিস এবং রিসার্স মেথডোলজি এর উপর এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার সভাপতিত্বে ট্রেনিং প্রোগামটি উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মু. আবুল কাসেম।
বিডি-প্রতিদিন/এস আহমেদ