চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার তিন ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন বলে হাটহাজারী থানা সূত্রে জানা গেছে।
এরা হলেন- সদ্য স্থগিত চবি ছাত্রলীগ কমিটির উপ-ত্রাণবিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, সহ-সম্পাদক জাহাঙ্গীর রাসেল ও পাঠাগার সম্পাদক আবু বকর তোহা।
নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের এসআই কানু লার বাদী হয়ে নিয়াজ ও জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করেন। অপরদিকে তোহার বিরুদ্ধে পুরনো তিনটি মামলা থাকায় তাকে ওই তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার চবি ক্যাম্পাসে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ দুইজন ও পরে একজনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত