ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘স্বাস্থ্য এবং উন্নয়নে পুষ্টির গুরুত্ব’ শীর্ষক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ প্রকল্পের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত