চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আব্দুর রব হল থেকে পরিত্যক্ত অবস্থায় আড়াই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া নেশা জাতীয় বেশ কিছু দ্রব্য উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ২০/৩০টি রামদা, ৩০টি লোহার রড ও পাইপ এবং দেড় বস্তা পাথর। এসময় এক কেজি গাঁজাও জব্দ করা হয়।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে চবি প্রশাসনের পক্ষ থেকে হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে আড়াই বস্তা দেশীয় অস্ত্র ও নেশা জাতীয় দ্রব্য পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে এসময় মেয়াদোত্তীর্ণ ১০/১৫টি আইডি কার্ডও পাওয়া গেছে। এসময় ৪টি কক্ষ সিলগালা করে দেওয়া হয় বলেও জানান প্রক্টর।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৭/মাহবুব