রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন স্টেশন বাজার থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়। তবে ছিনতাইকারীদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আপন ও নয়ন নামের দুই ব্যক্তি রাবি স্টেশনে ওই ছিনতাইকারীদের ধরতে আশেপাশের লোকজনকে ডাক দেন। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে ওই চার ছিনতাইকারীকে আটক করে। খোঁজ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, আপন ও নয়ন কাজের উদ্দেশে ট্রেনে করে আড়ানী থেকে রাবি স্টেশনে আসছিলেন। এসময় ওই চার ছিনতাইকারী তাদেরকে মারধর করে দুটি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের শিকার আপন ও নয়ন জানান, ওই চারজন আমাদের মারধর করে দুটি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে ওই ছিনতাইকারীরা যখন রাবি স্টেশনে নামে তখন আমরা স্থানীয়দের সহযোগিতায় তাদের ধরে ফেলি।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এলাকাবাসী ধরে আমাদের কাছে দিয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা মাদকাসক্ত বলে জানা গেছে। তবে তাদের কাছ থেকে ছিনতাই করা কোনো কিছু পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম