শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদস্যরা কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গোৎসবের ৩য় দিন মহাঅষ্টমীতে তারা এসব পূজামন্ডপ পরিদর্শন করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র এর নেতৃত্বে সাংবাদিকরা কুষ্টিয়ার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দিরে যান। মন্দিরে কর্তব্যরত আইনশৃংখলা বাহিনীর সদস্য, ধর্মগুরু ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন প্রেস ক্লাবের সদস্যরা।
তারা জানান ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের সমাগমে মহাসাড়ম্বরে সম্পন্ন হচ্ছে প্রতিটি দিনের কার্যক্রম। এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেস ক্লাবের সহ সভাপতি জুয়েল হোসেন তনু, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক তারিকুল ইসলাম, ক্রিড়া সম্পাদক রুমি নোমান, সদস্য শিবলী নোমান, মোতাসিম বিল্লাহ পাপ্পু, আহসান নাঈম, মাহবুব রায়হান প্রমূখ।
প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র বলেন, ”ঈদ, পূজাসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবই পারে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করতে। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এই সম্প্রীতির বন্ধনই মূখ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।”
শনিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী এ ধর্মীয় উৎসব শেষ হবে।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর