রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের টিভি রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, রাত ১ টা ৫০ মিনিটের দিকে হলের টিভি রুমের সামনে একটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তারপর হলশাখা ছাত্রলীগ হলের ভিতর মিছিল করতে থাকে এবং রুমে গিয়ে কাউকে সন্দেহভাজন মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। এতে হলের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।
হলের আবাসিক শিক্ষার্থী ও রাবি ছাত্রলীগের সহ-সম্পাদক সদিকুল ইসলাম সাদিক জানান, ২০১২ সালের এই দিনে ক্যাম্পাস শিবিরমুক্ত করা হয়। তাই আজকের দিনে ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করতে ছাত্রশিবির ককটেল বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, হলের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিডি প্রতিদিন/০২ অক্টোবর ২০১৭/আরাফাত