ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন আটটি বিভাগে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী নতুন এই আট বিভাগে সভাপতি নিয়োগ দেন। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীনে নতুন আটটি বিভাগের অনুমোদন দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশিন (ইউজিসি)। ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নতুন এই আটটি বিভাগের কার্যক্রম সচল করতে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে।
আট বিভাগের নতুন সভাপতিরা হলেন- আইন ও শরীয়াহ অনুষদের অধীনে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ডিভেলপমেন্ট স্টাডিস বিভাগে অধ্যাপক ড. নাসিম বানু ও সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীনে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ফার্মেসি বিভাগে অধ্যাপক ড. মনিরুজ্জামান ও ইনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে অধ্যাপক ড. এস.এম. মোস্তফা কামাল এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম