জন্মদিনে শব্দকলা সাহিত্য পদক পেলেন সত্তর দশকের অন্যতম কবি ও সম্পাদক মনজু রহমান। আলোচনা ও নিবেদিত কবিতা পাঠের পাশাপাশি কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘শব্দকলা সাহিত্য পদক’ প্রদান করা হয়।
মঙ্গলবার বিকেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে মনজু রহমানের ৬১তম জন্মদিনে শব্দকলার আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও শব্দকলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি কলা অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এফ.এ.এইচ তাকী।
কবির সাহিত্যচর্চার বিভিন্ন বিষয় ও আঙ্গিক নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. সৈয়দা নূরে কাছেদা কচি, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর স্বপন, ড. এএইচএম তাহমিদুর রহমান, ড. রুমী শাইলা শারমিন, কবি আলাউদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচকগণ বলেন, কবি মনজু রহমানের কবিতার ক্যানভাস জুড়ে উঠে এসেছে প্রেম, দ্রোহ, স্বদেশ চেতনা এবং জীবন বাস্তবতার নিখুঁত চিত্র। একজন মুক্তিযোদ্ধা কবি হিসেবে স্বদেশ চেতনা তার কবিতার মূল উপজীব্য বিষয়। উপমা, উৎপ্রেক্ষা এবং কাব্যগুণের অসাধারণ সমন্বয়ে তার কবিতা পাঠকের কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠেছে।
বিডি প্রতিদিন/০৩ অক্টোবর ২০১৭/এনায়েত করিম