জামায়াতের ডাকা হরতাল চলাকালীন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হঠাৎ ঝামেলায় জড়িয়ে পড়েছে নেতা-কর্মীরা। ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা।
চবি ছাত্রলীগের ভিএক্স ও সিক্সটি নাইন দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে ঘটনার সূত্রপাত হয় বলে জানান চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারুজ্জামান।
তিনি বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। সিক্সটি নাইন কর্মীরা শাহজালাল ও ভিএক্স কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, এক পক্ষের একজনকে মারধরে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। বিষয়টি আমরা দেখছি।
বিডিপ্রতিদিন/ ১২ অক্টোবর, ২০১৭/ ই জাহান