হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দিনাজপুর অঞ্চলের জীব-বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান একাডেমি দিনাজপুর এই অনুষ্ঠানের আয়োজন করে।
রংপুর বিভাগের ৮টি জেলার ৭৭০ জন শিক্ষার্থী জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই তিন গ্রুপে বিভক্ত হয়ে দিনাজপুর অঞ্চলের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. মিজানুর রহমান।
বিজ্ঞান একাডেমি দিনাজপুর অঞ্চলের সভাপতি ও হাবিপ্রবির কৃষি রসায়ন বিভাগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজ্ঞান একাডেমি দিনাজপুরের সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত