চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ি ছাত্রদের এক গ্রুপের হামলায় অপর গ্রুপের তিন জন আহত হয়েছেন। তারা হলেন- সুবিনয় চাকমা (২৩), নিউটন চাকমা (২০) ও অমৃত চাকমা (২০)। আহতদের চমেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ চবির দুই নম্বর গেইট এলাকার একটি কটেজে এ ঘটনা ঘটে।
আহতরা ইউপিডিএফ সমর্থিত ‘বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদে’র চবি শাখার সদস্য। তাদের অভিযোগ জেএসএস সমর্থিত ‘পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ’র নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
চবি’র সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, পাহাড়ি ছাত্র পরিষদের অন্তর্কোন্দলে জেরে এ ঘটনা ঘটেছে। চবি কতৃপক্ষের কাছে দুই পক্ষই অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, রবিবার বিকেলে দু গ্রুপের সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ওই ঘটনার জের ধরে রাতে ফের তারা হাতাহাতিতে জড়ায়। আজ সোমবার সকালে ফের সংঘাতে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এতে তিন জন আহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার