প্রবন্ধ উপস্থাপক 'বিএনপি-জামায়াতন্থী' শিক্ষক হওয়ায় ভাষা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ লিখিতভাবে সাংবাদিকদের কাছে এসব জানান।
এতে বলা হয়, বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের নেতাকে মূল প্রবন্ধ উপস্থাপক করা হয়েছে; যা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির শাসনামলে একটি বিরল ঘটনা। এই শিক্ষক নানা সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও আওয়ামীপন্থী শিক্ষক এবং ছাত্রলীগকে হয়রানি করেছেন।
বক্তব্যে আরও বলা হয়, সরকার বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকার স্পষ্ট প্রমাণ রয়েছে এ শিক্ষকের বিরুদ্ধে। নির্বাচনের বছরে উক্ত শিক্ষককে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করানোতে শাখা ছাত্রলীগ ক্ষুব্ধ, মর্মাহত ও লজ্জিত। তাই আমরা এ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
অপরদিকে, বিএনপি-জামাতপন্থী শিক্ষক হিসেবে পরিচিত সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফয়সাল আহম্মদ প্রবন্ধ উপস্থাপক হিসেবে মনোনীত হলেও 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি হচ্ছেন 'আওয়ামীপন্থী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ' শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।
এ ব্যাপারে অধ্যাপক সৈয়দ সামসুল আলমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সভায় এ আছি। পরে কথা বলবো।
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা