ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আমি আর জেনারেল জিয়াউর রহমান এক সাথে ইন্ডিয়াতে মুক্তিযুদ্ধের সময় ছিলাম। তিনি আমাকে মতি ভাই ডাকত, আমি জিয়া ভাই ডাকতাম। বঙ্গবন্ধুর হত্যার পরে তিনি ময়মনসিংহে এসে আমাকে বললেন, মতি ভাই, যা হবার হয়ে গেছে দেশটাকে আমাদের গড়তে হবে। তখন তিনি আমাকে শিক্ষামন্ত্রী হওয়ার প্রলোভন দেখান। আমি তখন জিয়াকে বললাম, বঙ্গবন্ধুর জীবদ্দশায় আমি বঙ্গবন্ধুর চেয়ারের পাশে বসে তাঁর উপদেশ শুনতাম। আজ বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর রক্তের স্রোতের উপর দিয়ে আমি মন্ত্রিত্বের চেয়ারে বসতে পারব না।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অন্যায়ের কাছে মাথা নত করবে না। ১৯৫৮ সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি করি। আমি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করিনি।
পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের মসজিদের জন্য দুই লক্ষ টাকা ও ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের জন্য দুই লক্ষ টাকা প্রদান করেন। ফাহাদ আজগর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত।
বিডি প্রতিদিন/এ মজুমদার