ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন ইর রশিদ আসকারী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মেহের আলী, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. শাহদাৎ হোসেন আজাদ, অধ্যাপক ড. মতিনুর রহমান প্রমূখ।
এবছর বিএড কোর্সের অধীনে ৭৫টি আসনের বিপরীতে ৮৪জন, এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সে ৫০ আসনের বিপরীতে ১৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মো. মেহের আলী বলেন, সুষ্ঠু ও শাস্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্রæত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করছি।
এছাড়া ভর্তি ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.iu.ac.bd এ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান