জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক। সংক্ষেপে জেবিসি। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ও বর্তমান ব্যবসায়ী শিক্ষার্থীদের একটি সংগঠন। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ব্যবসায়ী শিক্ষার্থীদের এমন সংগঠন এই প্রথম। বর্তমানে এই সংগঠনের সাথে যুক্ত আছেন প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষার্থী।
ফেসবুকভিত্তিক এই সংগঠনটি এবার রাজধানীর পান্থপথে অবস্থিত সামারাই কনভেনশন সেন্টারে আগামী ১৩ ও ১৪ এপ্রিল আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী জাবিয়ান বিজনেস কার্নিভাল (জেবিসি)।
কার্নিভালে অর্ধশতাধিক স্টলে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তাদের উৎপাদিত সেরা পণ্য ও সেবা প্রদর্শন করবেন। এ ছাড়া বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপনের একটি অংশ হিসেবে থাকছে সফল ব্যবসায়ীদের সম্মাননা, উদ্যোক্তা সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাবিয়ান আড্ডা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফুড ফেস্ট, মেহেদী উৎসবসহ আরো বেশ কয়েকটি ভিন্নধর্মী আয়োজন।
শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কার্নিভালের আহ্বায়ক ও জাবির ২৭ তম ব্যাচের শিক্ষার্থী মূর্তজা মুর্শেদ গোলাম কিবরিয়া খান লোদী।
তিনি বলেন, "কোন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে এ ধরণের সংগঠন, কার্নিভাল এবং উদ্যোক্তা সহায়ক কার্যক্রম বাংলাদেশে অনন্য। আমাদের লক্ষ্য জাবির যেসব শিক্ষার্থীরা ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে ব্যবসায়িক উদ্যোগ নিতে অনুপ্রাণিত করা এবং যারা ইতিমধ্যেই বিভিন্ন ধরণের ব্যবসায় জড়িত, তাদেরকে যথাসাধ্য সহযোগিতা করা।"
জাবির যে সকল শিক্ষার্থী ভবিষ্যতে ব্যবসা করতে ইচ্ছুক তাদেরকে কার্নিভালে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, "ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর কমিউনিটির ভ্রাতৃত্ববোধ আরো বাড়বে।"
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী জিন্নাহ, সুরাইয়া ফেরদৌস, প্রবীর বিধান, ওয়াহিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর