ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের ৯তলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তানভীর রহমান (৩০) নামের এই ছাত্র সন্ধ্যাকালীন এমবিএ'র শিক্ষার্থী ছিলেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার দিকে আহত তারভীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাবির প্রক্টর ড. একেএম গোলাম রব্বানী বলেন, এমবিএ ভবন থেকে এক ছাত্র পড়ে মৃত্যু হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, সান্ধ্যকালীন এমবিএর অ্যাকাউন্টিং বিভাগের এক ছাত্র বিল্ডিংয়ের ৮/৯তলা থেকে লাফ দিয়েছে। তার মোবাইল, আইডি কার্ড, ব্যাগ ইত্যাদি ওখানেই পড়েছিল। ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা।
শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন এমবিএ'র ছাত্র তানভীরকে কলাভবনের পেছনে 'গুরুতর' আহত অবস্থায় পাওয়া যায়। এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত