সৃষ্টি শিক্ষা পরিবার ও সৃষ্টি ফাউন্ডেশন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মেলার আয়োজন করেছে। রজতজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলের সৃষ্টি কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করে সৃষ্টি পরিবার।
মেলায় সৃষ্টি শিক্ষা পরিবারের ঢাকা, আশুলিয়া, গাজীপুর, জামালপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, খুলনা ও টাঙ্গাইলের মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রজেক্ট নিয়ে মেলায় অংশ নেয়। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঁচটি গ্রুপে মোট ৬১টি প্রজেক্ট প্রদর্শন করা হয়।
সৃষ্টি পরিবারের ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী মাহবুবুল ইসলাম মিরন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শরিফুল ইসলাম রিপন। সৃষ্টি পরিবারের ডিরেক্টর স্ট্যাডিজ কৃষ্ণ সাহাসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/আরাফাত