চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের চালককে অপহরণ করে তিন ঘণ্টা পর উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ সকাল ১১ টার দিকে ষোলশহর রেলস্টেশন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত শাটল চলাচল বন্ধ থাকে। এতে বিপাকে পড়েছেন চবির শিক্ষার্থীরা।
তবে অভিযোগ পাওয়া গেছে, ছাত্রলীগ চবি শাখার একটি গ্রুপ তাকে অপহরণ করেছে। কিন্তু কেন অপহরণ করা হয়েছে সে বিষয়ে তারা কিছুৃই জানাননি।
জানা যায়, শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী সাড়ে দশটার ট্রেনের চালক কাউছারকে শাখা ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী অপহরণ করে। এর পর থেকে বিশ্ববিদ্যালয় শাটল চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশ ৩ ঘণ্টা পর চালককে উদ্ধার করে। উদ্ধারের পর চালকের নিরাপত্তার দাবিতে তারা ট্রেন চলাচল বন্ধ রাখেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে ট্রেন চলাচল স্বাভবিক হয়।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাবরিনা তাহসিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার আজকে ৪০১ নং কোর্সের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে টিউশনে যাব চিন্তা করছিলাম। কিন্তু শাটল চলাচল বন্ধ থাকায় কি করে যাব চিন্তা করছি। আর গাড়িতে গেলে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারব না, তাই টেনশনে আছি।’
চবির প্রক্টর আলী আজগর চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে রেলওয়ে মামলা দায়ের করবে। আমরা বলেছি তাদের সর্বোচ্চ সহযোগতিা করব।’
রেলওয়ে জুনিয়র লোক ইন্সেপেক্টর সাজ্জাত হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ পরিচয় দিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দল চালক কাউছারকে অপহরণ করে নিয়ে যায়। পরে সাড়ে বারটার দিকে আমরা তাকে উদ্ধার করি। বর্তমানে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার