দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে আবার তা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গত ১ এপ্রিলের একটি ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রলীগের সাংগাঠনিক কার্যক্রম স্থগিত করে।
পরে রাত সাড়ে ৮ টার দিকে আবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে। এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় জবি ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়নি, মঙ্গলবারের জবির ঘটনাকে নিয়ে একটি ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিককে লাঞ্চিত করে ছাত্রলীগের কর্মীরা।
বিডি প্রতিদিন/৪ এপ্রিল ২০১৮/হিমেল