বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বুধবার উদ্বোধন করা হয় দেশের প্রথম মডেল ফার্মেসি। রোগীর সমস্যা নিরুপন ও ঔষুধ প্রদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিয়ে দক্ষ ফার্মাসিস্ট গড়ে তোলার লক্ষ্যে এ মডেল ফার্মেসি স্থাপন করা হয়।
মডেল ফার্মাসির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এম.পি এবং ঔষুধ প্রসাশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে দেড় হাজার ফার্মেসি গ্র্যাজুয়েটকে সরকারি চাকুরী দেয়া হবে। এছাড়া তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্টের আসন সংখ্যা ১০০ থেকে ২০০ তে উন্নিত করার ঘোষণা দেন।”
এর আগে মন্ত্রী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ডায়াগনস্টিক ল্যাব এবং জেনোম রিসার্চ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ এন্ড ক্লাইমেট রিসার্চ ইনস্টিটিউট এবং সায়েন্টিফিক পোষ্টার প্রেজেন্টেশন ঘুরে দেখেন।
এ সময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির সদস্য এম. এ. হাসেম, উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান এবং ফার্মাসিউটিক্যাল সাইন্স’স্ ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. হাসান মাহমুদ রেজা, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান সহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ