শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। বুধবার রাত ১২টার দিকে ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হয়।
২০১৬ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি নতুনভাবে উদ্বোধন করার পর তা অত্যন্ত সুরক্ষিত বলে দাবি করেছিলেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
জানা যায়, গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লুলয সেক’ নামে একটি আইডি থেকে হ্যাকিংয়ের বিষয়টি জানানো হয়।
ওয়েবসাইটটিতে ঢুকে দেখা যায়, Hey SUST! Build a Bunker, May Be? Remember Me. I Once took you Down. SWE 2017-18.Your Queen My Rock. Let’s See who to Hook!
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম জানান, ওয়েবসাইটটি আমাদের নিয়ন্ত্রণে এসে পড়েছে। এখন আমরা রিস্টোরের কাজ করছি এবং হ্যাকার কে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।
এর আগে ২০১৪ সালের ২৫ নভেম্বর ও ২০১৫ এর আগস্ট নভেম্বরেও হ্যাকারদের কবলে পড়েছিল শাবির অফিসিয়াল ওয়েবসাইট।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা