হ্যাকিংয়ের ১২ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট পুনরুদ্ধার হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওয়েবসাইটটি হ্যাকিংয়ের শিকার হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম জানান, ওয়েবসাইটটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে গেছে। বর্তমানে সাইটটির নিরাপত্তার যেসব ক্রটি ছিল তা খতিয়ে দেখে সুরক্ষিত করার ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই সাথে হ্যাকার কে তা অনুসন্ধানের চেষ্টা চলছে।
এর আগে ২০১৪ সালের ২৫ নভেম্বর, ২০১৫ এর ২৬ আগস্ট এবং একই বছরের নভেম্বরেও হ্যাকারদের কবলে পড়েছিল শাবির অফিসিয়াল ওয়েবসাইট।
২০১৬ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি নতুনভাবে উদ্বোধন করার পর তা 'অত্যন্ত সুরক্ষিত' বলে দাবি করেছিলেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। তবে আবারও হ্যাকিংয়ের শিকার হওয়ায় প্রশ্নবিদ্ধ হল ওয়েবসাইটের নিরাপত্তার বিষয়টি।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা