কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা ক্যাম্পাস থেকে কোনো বাস বের হতে দেননি।
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা সোমবার এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে বাস চলাচল ও ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানান পরিষদের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. এফএম আলী হায়দার জানান, বিশ্ববিদ্যালয় থেকে ছাড়ার প্রস্তুতি নিলে কোটাবিরোধীরা এসে তা আটকে দেন। এরপর থেকে বাস বন্ধ রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৮/মাহবুব