সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকে। এরপর সেখানে থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে দুপুরে শাহবাগে গিয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থী। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৮/মাহবুব