সাম্প্রতিক সময়ে হাবিপ্রবিতে বেশ কয়েকটি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সুবিচার করেনি বলে দাবি প্রগতিশীল শিক্ষক ফোরামের। বিশ্ববিদ্যালয়ের এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন তারা।
সোমবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সাম্প্রতিক ঘটে যাওয়া যৌন নির্যাতনকারীদের শাস্তির দাবিতে প্রশাসানিক ভবনের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারন সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়, সহকারী সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. এস এম হারুন অর রশিদ ও প্রফেসর ড. মো. এটিএম শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে প্রগতিশীল শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/১৪ মে, ২০১৮/মাহবুব