কোটা বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন আটকে রেখে প্রতিবাদ করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখা। সেই সঙ্গে চবিতেও ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়েছে।
সোমবার সকাল আটটার শাটল ট্রেনটি যেতে দেয়নি ছাত্ররা। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে ৭টা থেকে নগরীর ষোলশহর স্টেশনে অবস্থান নেন। এ সময় তারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে বন্ধ হয়ে যায় শাটল ট্রেন চলাচল।
এদিকে সোমবার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে ছাত্রদের এই আন্দোলন। ৬ ঘণ্টা পরে চট্টগ্রামের আহবায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. আরজু সোমবারের মতো আন্দোলন সাময়িক স্থগিত করার ঘোষণা দেন। আগামীকাল মঙ্গলবার ষোলশহর স্টেশনে সকাল ৭টা থেকে আবারও আান্দোলন চলবে বলে তিনি জানান।
বেলা ১১টার দিকে ষোলশহর স্টেশনে ‘আর নয় কালক্ষেপণ এবার চাই প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর ঘোষণা বৃথা যেতে দেবো না’-এধরনের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর